কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

0

এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। সোমবার বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা। 

নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।
নিহত ফয়সালের মা রোকেয়া বলেন, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই। 

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here