কিরনের মনোনয়ন প্রাপ্তিতে মালয়েশিয়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান

0
কিরনের মনোনয়ন প্রাপ্তিতে মালয়েশিয়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আলহাজ শফিকুর রহমান কিরনকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেওয়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে কিরন সমর্থক গোষ্ঠী, মালয়েশিয়া শাখা।

রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন হাসান। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রহমান কিরন।

তিনি তার বক্তব্যে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ও কিরন সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখার প্রধান উপদেষ্টা মো. কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা কাজী জিয়াউল হক জিয়া ও উপদেষ্টা শামসুল আলম হেলাল শিকদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইফুল ইসলাম দোয়েল। এছাড়া বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য পলাশ তালুকদার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here