কিয়ারার বিরুদ্ধে বিমানে সহযাত্রীর মায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

0
কিয়ারার বিরুদ্ধে বিমানে সহযাত্রীর মায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ভারতের উদয়পুর থেকে মুম্বই যাচ্ছিলেন বিমানের যাত্রী কার্তিক তিওয়ারি, সঙ্গে ছিলেন তাঁর মা এবং ভাই। একই বিমানে ছিলেন বলিউডের নায়িকা কিয়ারা এবং অভিনেতা কার্তিক আরিয়ান। সকলের আসন ছিল বিমানের বিজনেস ক্লাসে।

কার্তিক দাবি করেছেন, তাঁর মা ভুলবশত কিয়ারার সংরক্ষিত আসনে বসে পড়েছিলেন। তার পর কিয়ারার আচরণে তিনি ও তাঁর মা বিরক্ত হয়েছেন। 

কার্তিক বলেন, ‘নিজের আসনে অন্য কেউ বসলে বিরক্তি স্বাভাবিক, তবে কিয়ারার মুখভঙ্গি এবং আচরণ অত্যন্ত খারাপ লেগেছে।’ এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে এই ঘটনায় কিয়ারার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

নেটিজেনরা ভিডিওটি দেখে মিশ্র মন্তব্য করেছেন, তারকারা বাস্তবে যেভাবে আচরণ করেন তা ভক্তদের ধারণার থেকে ভিন্ন বলে জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here