কিউই শিবিরে হতাশা, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে জেমিসন

0

চোট কাটিয়ে দলে ফিরে আবারও চোটে পড়েছেন নিউজিল্যান্ডের পেস আক্রমণের অন্যতম ভরসা কাইল জেমিসন। মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। সময়ের হিসেবে প্রায় এক বছর। 

মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর ব্যথা অনুভব করেন জেমিসন। তখনই তার স্ক্যান করা হয়। তাতেই ধরা পড়ে চোট। যে কারণে হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এবার জানা গেল, চলতি বছর মাঠে নামার সম্ভাবনাই নেই এই পেসারের।

এক বিবৃতিতে জেমিসন বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জের। কিন্তু জীবনসঙ্গী, পরিবার, সতীর্থ ও মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে, সে জন্য কৃতজ্ঞ। ক্রিকেটারের জীবনে চোট একটা অংশ, সেটা আমি জানি। খেলার জন্য সামনে অনেক সময় পাব।’

সংবাদ সম্মেলনে এই পেসার বলেন, ‘কীভাবে সেরে উঠব, সেটার একটি পরিকল্পনা করেছি। এটা জানি এমন কিছু ধাপ আমাকে পারি দিতে হবে, যেগুলো মানসিকভাবে চ্যালেঞ্জিং। শারীরিক অংশটি এ ক্ষেত্রে সামলানো সহজ। মেরুদণ্ডকে পুনরায় ঠিক করতে বিশ্রাম নিতে হবে। অনেকটাই অটো পাইলট যেভাবে চলে সেভাবে।’

এদিকে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী জেমিসনকে। চোট থেকে ফিরতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে তার। তাতে সামনের অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ সহ কয়েকটি সিরিজ মিস করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here