টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুত করে নিচ্ছে অস্ট্রেলিয়া। তবে প্রস্তুতিটা মনমতো হলো না ডেভিড ওয়ার্নারের। প্রথম ম্যাচ খেললেও পায়ের চোটের কারণে ছিটকে গেছেন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে। এখন অপেক্ষা বিশ্বকাপ পর্যন্ত।
জানা গেছে, পায়ের পেশির চোটেই সিরিজ শেষ ওয়ার্নারের। তবে গুরুতর কিছু নয়। ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে তার সেরে উঠতে। আগামী মাসে আইপিএলের শুরু থেকে তার খেলা নিয়ে তাই আপাতত সংশয় নেই। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর।