বিশ্বকাপের মতো বড় আসরের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে ধরা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। মূল দলের বেশ কয়েকজন সদস্যকে বিশ্রাম দিয়ে কিউইদের বিপক্ষে বাজিয়ে দেখা হবে মাহমুদুল্লাহ রিয়াদ-সৌম্য সরকারদের মতো ক্রিকেটারদের। মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে।
শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেও ছিলেন এই অবস্থানে। তবে সেদিন ভাল কিছু করে দেখানো হয়নি তার। চারে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা তাওহীদ হৃদয়।
আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যাবে দুই পেসার তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে।
যেমন হতে পারে প্রথম ম্যাচের একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।