কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন

0
কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন

হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের অবস্থা বর্তমানে স্থিতিশীল। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন কন‍্যা এষা দেওল। মঙ্গলবার সকাল থেকেই ধর্মেন্দ্রর মৃত‍্যু নিয়ে তৈরি হয় জল্পনা। তবে এষা পোস্ট করে জানান, ‘আমার বাবা সুস্থ হয়ে উঠছেন, অবস্থা স্থিতিশীল।

বাবা ধর্মেন্দ্রর মৃত‍্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে বলেও জানান এষা। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে এষা আরও লেখেন, সকলের কাছে আমার অনুরোধ আমর অনুরোধ আমার পরিবারকে এই কঠিন সময়ে একান্তে থাকতে দিন। সবাইকে অসংখ‍্য ধন‍্যবাদ বাবার দ্রুত সেরে ওঠার জন‍্য আপনারা প্রার্থনা করছেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র। একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গেছে অভিনেতাকে।অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here