কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে স্টার্কের রেকর্ড

0
কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে স্টার্কের রেকর্ড

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রিসবেনের গাবায় দিবা-রাত্রির ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই চাপে পড়ে যায় স্টার্কের আগুনে বোলিংয়ে।

সিরিজের প্রথম টেস্টের মতোই প্রথম ওভারেই ফেরান ওপেনার বেন ডাকেটকে। এরপর খুব দ্রুতই আউট করেন অলি পোপকে। এই দুই উইকেট তুলে নিয়ে স্টার্ক স্পর্শ করেন ৪১৪ উইকেট।

এতে ক্রিকেটের অভিজাত সংস্করণে বাঁহাতি পেসারদের মধ্যে যা এখন সর্বোচ্চ। এদিন তিনি পেছনে ফেলেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরামকে। প্রথম দুই উইকেট নেওয়ার পর হ্যারি ব্রুককে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচে পরিণত করেই আকরামকে ছাড়িয়ে যান।

এখন তিনিই বামহাতি পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। এদিন ওয়াসিম আকরামের চেয়ে দুই উইকেট কম নিয়ে খেলতে নামেন স্টার্ক। আজসহ টানা চার টেস্ট ইনিংসে প্রথম ওভারেই উইকেট নিলেন স্টার্ক। ধারাবাহিকতার শুরু হয়েছিল এ বছর সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর গত মাসে পার্থ টেস্টের দুই ইনিংস ও এবার গাবায়।

স্টার্কের পুরো ক্যারিয়ারে টেস্টের প্রথম ওভারে উইকেট নেওয়ার ঘটনা এখন দাঁড়াল ২৬ বারে। যা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের (২৯ বার) পর দ্বিতীয় সর্বোচ্চ। ২৯ বার প্রথম ওভারে উইকেট শিকার করেছেন ইংলিশ কিংবদন্তি। তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার খুব কাছে পৌঁছে গেছেন স্টার্ক।

১৯৮৫ থেকে ২০০২ সাল পর্যন্ত ১০৪ টেস্ট খেলে ৪১৪ উইকেট নেন ওয়াসিম। তাকে ছাড়িয়ে যেতে স্টার্কের লাগল ১০২ টেস্ট। যদিও ওয়াসিম বোলিং করেছিলেন ১৮১ ইনিংসে, আর স্টার্ক ১৯৫।

বাঁহাতি পেসারদের মধ্যে এই দুইজন ছাড়া চারশ উইকেট নিতে পারেননি আর কেউ। ৩৫৫ শিকার ধরে তালিকায় তিনে শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here