নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে বগুড়ার কাহালুতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। সকালে কাহালুর পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ ব্যাপারে বগুড়া জেলা শিক্ষা অফিসার হজরত আলী গণমাধ্যমকে জানান, বগুড়ার ৭৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ লাখ ৩১ হাজার ২৩ জন শিক্ষার্থীদের জন্য লাখ ৫০ হাজার ৮৫১টি বই। ৬ষ্ঠ শ্রেণির শতভাগ, সপ্তম শ্রেণির ৯৮ শতাংশ, ৮ম শ্রেণির ৬৮ শতাংশ ও নবম শ্রেণির ৬২ শতাংশ বই পেয়েছেন।