কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

0

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক ফোনালাপে তিনি এ সমবেদনা জানান। 

রাজনাথ সিংয়ের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানানো হয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। বিশ্ব এ ধরনের সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নয়াদিল্লির দাবি, হামলাকারীদের মধ্যে অন্তত দুজন পাকিস্তানি ছিল এবং এই হামলার পেছনে ইসলামাবাদের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া হচ্ছে। হেগসেথ ও রাজনাথ সিংয়ের আলাপের আগের দিন, বুধবার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদা ফোনালাপে কথা বলেন। এতে তিনি ভারত-পাকিস্তান উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here