কাশ্মীরের ঘটনায় পাকিস্তানি অভিনেতার দুঃখ প্রকাশ

0

ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দেশজুড়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থগিতের চিন্তা চলছে। এর প্রভাব পড়েছে দুই দেশের শোবিজ অঙ্গনেও।

এই প্রেক্ষাপটে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান একটি বিবৃতিতে কাশ্মীর হামলার নিন্দা জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পেহেলগামে জঘন্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার শিকার যারা, তাদের জন্য আমাদের প্রার্থনা। তাদের পরিবারের শোক সইবার শক্তির জন্য প্রার্থনা করছি।’

এই বক্তব্য আসলেও বিতর্ক থেমে নেই। কারণ, দীর্ঘ ৯ বছর পর ফাওয়াদ খান অভিনীত একটি সিনেমা ‘আবির গুলাল’ ভারতে মুক্তি পেতে যাচ্ছে ৯ মে। তার সহ-অভিনেত্রী হিসেবে আছেন বলিউডের বাণী কাপুর। কিন্তু সাম্প্রতিক এই সন্ত্রাসী হামলার কারণে অনেকেই সিনেমাটির মুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

ভারতের ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডাব্লিউআইসিই) জানিয়েছে, তারা চান না কোনো পাকিস্তানি শিল্পী, গায়ক বা টেকনিশিয়ান ভারতীয় বিনোদন জগতে কাজ করুক। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ”আমরা জানতে পেরেছি যে ‘আবির গুলাল’ সিনেমায় ফাওয়াদ খান অভিনয় করেছেন। এই হামলার পর আমরা স্পষ্টভাবে জানাতে চাই—কোনো পাকিস্তানি শিল্পী ভারতীয় সিনেমায় জায়গা পাবেন না।”

এই অবস্থার মধ্যে, বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা থাকলেও, তার দায় কোনো শিল্পীর ওপর চাপানো উচিত নয়। ঘৃণার বদলে আমাদের সংলাপ দরকার।’

উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এফডাব্লিউআইসিই পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমায় নিষিদ্ধ করেছিল। এবার পেহেলগাম হামলার পর সেই সিদ্ধান্ত পুনরায় জোরালোভাবে সামনে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here