ভারতের জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে চার সেনাসদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালায়। এরপরই সংঘর্ষ শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়। সূত্র: এনডিটিভি