কাশির সিরাপে উজবেকিস্তানে শিশুর মৃত্যু, ভারতীয় কোম্পানির নিবন্ধন বাতিল

0

উজবেকিস্তানে ভারতীয় কাশির সিরাপ খেয়ে ১৮ শিশু মৃত্যু ঘটনায় এবার উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন (লাইসেন্স) বাতিল করেছে ভারত সরকার।

চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের মারিয়ান বায়োটেকের উৎপাদন করা দুটি সিরাপের বিষয়ে সতর্ক করেছিল। বলেছিল, এই দুটি কাশির সিরাপ নিম্নমানের।

তবে উজবেকিস্তানে শিশু মৃত্যুর অভিযোগ ওঠার পরই কোম্পানিটির ওষুধ উৎপাদন বন্ধ করে দেয় ভারত সরকার। বুধবার উত্তর প্রদেশ রাজ্য সরকার জানিয়েছে, এবার সা্থানীয়ভাবেই কোম্পানিটির নিবন্ধন বাতিল করা হয়েছে।

তবে এ বিষয়ে ওষুধ কোম্পানিটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here