গোপালগঞ্জের কাশিয়ানীতে এহসান মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন ও দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ এহসান উপজেলার খায়েরহাট গ্রামের ব্যবসায়ী মোশারফ মিয়ার ছেলে। সে কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় নিখোঁজ এহসানের বাবা তিনদিন পর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। জানা গেছে, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে খাঁয়েরহাট গ্রামের বাড়ি থেকে বের হয় এহসান। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে থানায় সাধারণ ডায়রি করা হয়।
নিখোঁজের বাবা মোশারফ মিয়া বলেন, ‘৯ দিন হয়ে গেল, ছেলের খোঁজ পাচ্ছি না। আমাদের ধারণা, কাশিয়ানী রেলজংশন থেকে ট্রেনে করে কমলাপুর চলে গেছে। সেখানে হয়তো কোনো চক্রের হাতে পড়ে গেছে। ওর চিন্তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। আমি আমার ছেলে ফিরে পেতে চাই।’

