কাশিয়ানীতে বালুর ট্রাকের চাপায় ভ্যান চালকসহ নিহত ২

0

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছে। 

আজ সোমবার বেলা ৩ টার দিকে মধুমতি ব্রিজ বাইপাস সড়কের বরাশুর এলাকায় (কালনা ফেরীঘাট সড়ক) এ দুর্ঘটনা ঘটে।

আহত ভ্যানযাত্রী শংকরপাশা গ্রামের চুন্নু সরদারকে (৪০) কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ইকরাম শেখ নড়াইলের লোহাগড়া হতে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বরাশুর এলাকায় বিপরীতমুখী একটি বালুর ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম শেখ মারা যান এবং ভ্যানের দুই যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহাদ সরদারকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here