গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কাশিয়ানীর আড়কান্দি বাজারে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান-ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া একই উপজেলার সিংগা গ্রামে ব্রিজের তলদেশ মাটি ভরাট করে দখল করাসহ খালের জায়গা ভরাট করে দখলের পাঁয়তারা চালানো হচ্ছিল। সেটিও বন্ধ করা হয়।
এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।