গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উভয় গ্রুপের আরো অনেকে আহত হয়েছে।
সোমবার সকাল আটটার দিকে জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।