গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন একটি হাসপাতালের পুরাতন পরিত্যক্ত ভবনে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় করা মামলায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানাধীন আফরা এলাকায় অভিযান পরিচালনা করে রমজানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান ওই গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামি রমজানকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব-৬।