গাজীপুরে কাশিমপুর কারাগারে প্রবেশের সময় চার পোটলা গাঁজাসহ হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। পরে কারা কমপ্লেক্সে কারারক্ষীদের ব্যারাকে তল্লাশি চালিয়ে আটক ওই কারারক্ষীর ট্রাংক থেকে আরো প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপির কোনাবাড়ি থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম।
আটক ওই কারারক্ষীর নাম-মোঃ সোহেল রানা (২৮)। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার বড় গোবিন্দপুর (বিলবাড়িয়া) এলাকার মো: হিকমত আলীর ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ গ্রেফতাকৃত কারারক্ষী সোহেল রানার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।