কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

0

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম সম্ভু কুমার শর্মা (৬০)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম (জোতপাড়া) গ্রামের হরেন্দ্রনাথ শর্মার ছেলে।

শনিবার ভোররাতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সম্ভু কুমার শর্মা গ্রেফতার হন ২০১০ সালে। গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। তার কয়েদি নম্বর ছিল ৪২৮৭/এ। আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here