কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

0

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া কয়েদির নাম মাহমুদ হাসান (৬২), তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বটতলা এলাকার মজিবুর রহমানের ছেলে। 

কারা সূত্রে জানা গেছে, কয়েদি মাহমুদ হোসেন দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। শনিবার বেলা ১১ টার দিকে তিনি কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here