সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে সভা ডেকেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আগামীকাল সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
আমু’র সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা-বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।