কাল ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) ফরিদপুরে সমাবেশ করবেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দল্লাহ ও হাসিবুল ইসলাম। ওই দিন দুপুর আড়াইটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সমাবেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্তমঞ্চে বক্তব্য রাখবেন তারা। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরাব নাদিম ইতু বলেন, সারাদেশের ন্যায় ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমাবেশ করবেন। সমাবেশে হাসানত-হাসিবসহ কেন্দ্রীয় আরও কমপক্ষে ১০ জন সমন্বয়ক থাকবেন বলেও জানানো হয়েছে। 

এর আগে গত বুধবার বিকালে কেন্দ্রীয় সমন্বয়কদের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও করা হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটোরিয়ামের সামনে এই প্রস্তুতি সভা করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেলার সমন্বয়ক নিরব ইমতিয়াজ শান্ত। তারা ওই সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। 

ফরিদপুর সমাবেশের মিডিয়ার দায়িত্বে থাকা অন্যতম সমন্বয়ক সোহেল রানা বলেন, ফরিদপুরের ৯টি উপজেলা থেকে ছাত্র সমন্বয়ক ও আমাদের সমর্থকেরা সমাবেশে যোগ দিবেন। এতে কমপক্ষে ১০ হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করছি। ইতোমধ্যে সমাবেশের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের নিরাপত্তা বিধানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here