কাল থেকে সাইক্লোন হয়ে মাঠে নামবো : হিরো আলম

0

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থিতা বাতিল হয়েছিল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের। পরে নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আপিল করলে গত ২২ জুন প্রার্থিতা ফিরে পান তিনি। এরপর ২৬ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক বেছে নেন হিরো আলম। 

তবে কয়েকদিন ধরেই নির্বাচনী প্রচারণার ফোকাসে নেই তিনি। গত দুই তিন দিন ধরে নির্বাচন নিয়ে খুব একটা সবর দেখা যাচ্ছে না তাকে। তাই কেউ কেউ বলছেন, হিরো আলম মাঠের প্রচারণায় ঝিমিয়ে পড়েছেন। তিনি কি সত্যিই নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকবেন? 

হিরো আলম আরও বলেন, মহাখালীর সাত তলা বস্তিতে আগামীকাল প্রচারণা চালাবো। এরপর আবার কড়াইল বস্তিতে।

এর আগে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করায় শূন্য হওয়া বগুড়া-৪ এবং ৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here