নাটোর-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
ফরম বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস গেল ৩০ আগস্ট মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।