কাল থেকে আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু

0

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু হতে যাচ্ছে। কাল থেকে পরবর্তী তিন মাস এই মধ্যাহ্ন কর্মবিরতি আইন কার্যকর থাকবে। এই সময় বাইরে কাজ করলে শ্রমিকরা যেমন জরিমানার মুখোমুখি হবেন তেমনি নিয়োজিত প্রতিষ্ঠানকে গুণতে হবে প্রায় ১৫ লাখ টাকার জরিমানা।

আমিরাতে এখন ৪৪ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এ তিনমাস প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। বাইরে কাজে নিয়োজিত শ্রমিক ও এমন প্রতিষ্ঠানগুলোকে এই আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

উল্লেখ্য, গরমের মৌসুমে দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গত ১৯ বছর ধরে এই আইন কার্যকর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here