রাজবাড়ীর কালুখালীতে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও কার্তুজসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড় সাওরাইল এলাকার তোফাজ্জেল মন্ডলের বসতবাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জেলার কালুখালী উপজেলার বড় সাওরাইল এলাকার মো. নজরুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৩) ও একই এলাকার মৃত মাজেদ মন্ডলের ছেলে মনিরুল বিশ্বাস (৪২)।
পুলিশের ভাষ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তারা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিলো। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অস্ত্র মামলা রয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।