ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম (৩২) নামে একজন নিহত ও সোহেল নামে আরো একজন আহত হয়েছে। নিহত হামিদুল ও আহত সোহেল দুইজনই একটি কোম্পানিতে চাকুরি করেন। নিহত হামিদুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষিপুর গ্রামের শরাফত আলীর ছেলে ও আহত সোহেলের বাড়ি টাঙ্গাইল জেলায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বারবাজার হাইওয়ে সংলগ্ন যশোর-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলযোগে দুই সহকর্মী চুয়াডাঙ্গা জেলা থেকে মিটিংয়ের জন্য যশোর অফিসে যাচ্ছিল। পথিমধ্যে বারবাজার হাইওয়ে থানার সামনে পৌঁছানো মাত্রই যশোর থেকে ছেড়ে আসা কাঁচামালবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হামিদুল নিহত হয়। ওই সময় আহত সোহেলকে হাইওয়ে পুলিশ উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে গেছে।