ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিম বিশ্বাস(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিলোচানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মুজিবর বিশ্বাসের ছেলে।
জানা গেছে, বাড়ির পাশে পুকুরে বিদ্যুৎ চালিত মটর দিয়ে পানি উঠিয়ে মাছ চাষ করে আসছিল ওই কৃষক। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুর পাড়ের উপর দিয়ে পায়ে হেটে মাঠে যাচ্ছিলেন। সে সময় নিজের অজান্তে পা পিচলে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে কৃষক আলিম মারা যায়।