কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

0
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বড়াই বিশ্বাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বড়াই বিশ্বাস উপজেলার তিল্লা গ্রামের অধীর দাসের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন দিকে চলে যেতো আবার ফিরে আসতেন। কিন্তু শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। 

রোববার সকালে বাবরা রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে থাকেন। এ সময় কয়েকজন তাকে ট্রেন আসায় সরে যেতে বলেন। কিন্তু তিনি রেললাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। যশোর থেকে জিআরপি পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here