কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের কাশিপুর নামক স্থানে ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে মেহেদী মানসিক রোগে ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিল। সম্প্রতি সে বাড়িতে ফেরে। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ চলছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরূপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় সে ট্রেনের নিচে পড়ে মারা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here