কালীগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

0

লালমনিরহাটের কালীগঞ্জে সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু মুসা ছোটনকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ছোটনের আত্মচিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এলে পলাশ মিয়া নামে এক যুবক পালানোর সময় তাদের হাতে ধরা পড়ে যায়।

মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত ৯ টার দিকে  উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আবু মুসা ছোট উপজেলার শ্রুতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, এই ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here