কালীগঞ্জে অবরোধের সমর্থনে ট্রাক-লেগুনা ভাঙচুর

0

ঝিনাইদহে অবরোধ সমর্থনে কালীগঞ্জে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী লেগুনাসহ ২টি ট্রাক ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে নিমতলা স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র ব্যানারে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে অবরোধের সমর্থনে নিমতলা থেকে বের হওয়া মিছিল থেকে ভাঙচুর করা হয় যাত্রীবাহী লেগুনাসহ ২টি ট্রাক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তা আবার স্বাভাবিক হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here