কালিহাতীতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

0

টাঙ্গাইলের কালিহাতীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শাকিল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকার আওরা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ জন বন্ধু মিলে রবিবার সকালে রামপুর থেকে নৌকা যোগে সখিপুর উপজেলার বহেড়াতৈল বিলে পিকনিকে যায়। পরে সেখান থেকে সন্ধায় রওনা হয়ে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী এলাকায় পৌঁছালে রাত ৮ টার দিকে হঠাৎ নৌকা থেকে শাকিল পড়ে যায়। পরে বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে সোমবার সকালে টাঙ্গাইল থেকে তাদের ডুবুরি দল এসে সকাল সাড়ে ৯ টার দিকে খিলগাতী এলাকার আওরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিন বলেন, গতকাল বিষয়টি জানতে পারি। পরে সোমবার সকালে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, সংবাদ পাওয়ার পরপরই নৌ পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here