বারবার কারানির্যাতিত ছাত্রনেতা, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী.. সংগ্রামী যুগ্ম আহবায়ক।
জনাব রিপন মাহমুদ কে গতকাল রাতে (04:11:23)ধানমন্ডির এক বাসা থেকে সাদা পোষাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
এখনো তার কোনো খুজ মেলেনি, তারা কি পুলিশই নাকি আওয়ামী সন্ত্রাসী এমন প্রশ্ন নিয়ে তাকে খুজে বেরচ্ছে স্বজনরা।
অযৌক্তিক, মিথ্যা, বানোয়াট, মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সহযোদ্ধারা।