গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মীর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর আলম (৪০) উপজেলার মির্জাপুর থানার আজগানা এলাকার মীর মুসার ছেলে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় সিএনজি কেটে যাত্রীদের বের করা হয়। ঘটনাস্থলেই মীর আলম নামে ওই শ্রমিক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। কভারড ভ্যানটি জব্দ করা হয়েছে।