গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী একটি বাস চাপায় রোকসানা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রোকসানা আকক্তার (২৭) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ছোটছত্রগাছা এলাকার মোঃ ওসমান শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রোকসানা আক্তার সড়ক পারাপারের জন্য কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পাশে দাড়িয়ে ছিলেন।পরে টাঙ্গাইলের মির্জাপুর থেকে ছেড়ে আসা চন্দ্রাগামী যাত্রীবাহী পরিবহন বেপরোয়াভাবে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রোকসানা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।