গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার শনিবার দুপুরে সংরক্ষিত শাল-গজারি বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। শুধু চন্দ্রা নয় বনের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত রহস্যময় আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বন কর্মীদের কোনো আগ্রহ না থাকায়, হুমকিতে পড়েছে বনের ছোট-বড় উদ্ভিদসহ বিভিন্ন কীটপতঙ্গ ও প্রাণী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার শনিবার দুপুরে সংরক্ষিত শাল-গজারি বনে আগুন লাগে। আগুন লাগার জায়গা থেকে চন্দ্রা বিট অফিসের দূরত্ব মাত্র ২০০ গজ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আগুন জ্বলে। শালবনে আগুন দেওয়ার প্রধান কারণ হচ্ছে একটি চক্র শাল-গজারিগাছ পুড়িয়ে দিয়ে বনভূমি দখল করতে চায়। শালগাছ কখনো চারা থেকে হয় না। গাছের কাণ্ড ও মূল থেকে এর জন্ম। আগুনের কারণে নতুন করে শালগাছ জন্মাতে পারে না। প্রকৃতি বন্ধু হিসেবে পরিচিত এ শাল গাছ রক্ষার্থে সবার এগিয়ে আসা দরকার। ছোট টিলা মধ্যে শাল-গজারির সবুজ গাছপালার জন্য বিখ্যাত গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা। হাজারো উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে শাল-গজারিগাছ। কিন্তু প্রতিবছর শীতের শেষে বসন্তের লগ্নে রহস্যময় আগুনে শাল-গজারিগাছ, বিভিন্ন প্রজাতির চারা ও বনের নানা ধরনের প্রাণীর ক্ষতি হয়। প্রাণী, কীট-পতঙ্গ, পোকামাকড় পুড়ে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
স্থানীয় শাহ্ আলম জানান, বনে যখন নতুন শাখা বের হয়। রাতের আঁধারে বনের আগুন দেয় একটি চক্র। তাদের উদ্দেশ্য, বনের গাছপালা পুড়ে বন ক্ষতি করা হচ্ছে এবং গাছপালাও কীট পতঙ্গ বাসস্থান নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দরকার।