গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও সমমনা দলের অবরোধে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নি সংযোগসহ নাশকতার মামলায় জেলা যুবদলের সদস্য সচিবসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলামকে ডিবি পুলিশ গাজীপুর থেকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় সোপর্দ করে। এবং বাকি তিনজনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত তিনজন হলেন কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডের আবুল কালাম এর ছেলে বুলবুল আহমেদ (২০), আব্দুস সামাদের ছেলে মানিক (২৫), আলী আকবরের ছেলে শ্রাবণ (২৩)। পরে তাদের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, গ্রেফতারকৃত চারজনকে গাজীপুর জেল হাজতে প্রেরণ কর হয়েছে।