কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় মে দিবস উপলক্ষে বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি র্যালি বের করে। পরে বিভিন্ন আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে মহাসড়কের বাইপাস এলাকায় এসে শেষ হয়। র্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাতী এমারত নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ শরীফ, প্রভাতী এমারত নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ মালেক, প্রভাতী এমারত নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি আঃ রাজ্জাক, প্রভাতী এমারত নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সহ সাধারণ সম্পাদক আমীর হোসেন, প্রভাতী এমারত নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সদস্য মিজান, সিদ্দিক, সেলিম, মজিদ, রিপন সহ অনেকেই।