কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

0
কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও ১০–১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–শ্রমবিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান। গত ৪ ডিসেম্বর দল মজিবুর রহমানকে মনোনয়ন দেয়। এর প্রতিবাদে ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা রবিবার বিকেলে রাখালিয়াচালা এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিল শুরুর আগেই হামলার শিকার হন তাঁরা। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনোনয়নবঞ্চিত ইশরাক সিদ্দিকী অভিযোগ করে বলেন, স্থানীয় নেতৃত্বের ক্ষোভের প্রেক্ষিতে আমাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। কিন্তু মজিবুর রহমানের অনুসারীরাই আমাদের ওপর হামলা চালিয়েছে।

অভিযোগ অস্বীকার করে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান বলেন, আমাদের কর্মীরা প্রচারণা চালানোর সময় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। ১২টি মোটরসাইকেল ভাঙচুর ও পোড়ানো হয়েছে। আমাদের সাতজন আহত হয়েছেন।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শামিম বলেন, বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here