কালিয়াকৈরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

0

গাজীপুরের কালিয়াকৈরে বড় গোবিন্দপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রবাসী শামসুল হকের বাড়িতে শুক্রবার রাতে কোনো এক সময় কেচি গেটের তালা কেটে ভিতরে ঢুকে আলমারির লক ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে শনিবার সকালে কেয়ারটেকার শাহাবুদ্দিন এসে বাড়ির গেট খোলা ও আলমারির লক খোলা দেখে প্রবাসীর স্ত্রী স্বপ্না আক্তারকে  খবর দেয়।  পরে প্রবাসীর স্ত্রী ঘরে ঢুকে  দেখেন স্বর্ণালংকার ও নগদ টাকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার সহবিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে ওই বাডড়ি পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেম্বার জুবায়ের হোসেন। কালিয়াকৈর থানার (এসআই) আমজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here