গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে জতিন্দ্র বর্মন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ সুমন শীল। ওই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পুর্নমালা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালামপুর এলাকার প্রতিপক্ষ মৃত গোপাল শীলের ছেলে সুমন শীলের সঙ্গে দীর্ঘদিন যাবত জতিন্দ্র বর্মনের শত্রুতা চলে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৫ মার্চ) রাতে জতিন্দ্র বর্মনের চা দোকানে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সুমন শীল লাঠিসোটা নিয়ে এলোপাতাবি ভাবে তাকে মারধর করে গুরুতর আহত করে ও কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের সহযোগিতার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।