গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা আনসার কর্মকর্তা সাজিদুর রহমান, উপজেলা পূজা কমিটির সভাপতি অজিত বাবু, উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু সাধন রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকরা।