কালিয়াকৈরে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

0

গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গাপুর বাজারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্প পুলিশ। পরে রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের হাতিম আলীর ছেলে আবুল কাসেম (৩৪)।
শুক্রবার দুপুর সাড়ে বারটায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিঙ্গারপুর বাজারে এ ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল জানান, বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি আমি জেনে আপনাকে জানাচ্ছি।

এবিষয়ে বিবাদী আসিফ জানান, আমি তাকে মারধর করিনি, ক্যাশ থেকে কোন টাকাও নেয়নি। আপনি এলাকায় এসে যাচাই করতে পারেন।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের (উপপরির্দশক) ইনর্চাজ সোহেল মোল্লা জানান, বিষয়টি জমি সংক্রান্ত ঘটনা, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here