ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় শনিবার সকাল থেকেই যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
যাত্রীদের অনেকেই জানিয়েছেন, শনিবার সকাল থেকেই চন্দ্রা এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি চলছে। পুলিশ সদস্যরা যাত্রীদের মোবাইল ও সাথে রাখা ব্যাগ তল্লাশি করছেন। যেসব যাত্রীদের সন্দেহ হচ্ছে, তাদের বাস থেকে নামিয়ে রাখা হচ্ছে। তবে এ মহাসড়কে দূরপাল্লার যানবাহন খুবই কম দেখা গেছে। লোকাল যানবাহনগুলে চলাচল করছে। তবে সকাল থেকে আওয়ামী লীগের কর্মসূচি থাকলেও কোনো নেতাকর্মী দেখা যায়নি।