গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত দুই দিন যানবাহনের চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে যাত্রীদের চাপ নেই বললেই চলে। তবে খালী যানবাহন সংখ্যা বেশি রয়েছে। রাস্তা ফাঁকা হয়ে গেছে, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।