কালিয়াকৈরে জুমার নামাজ শেষে সংঘর্ষে আহত ৮

0

গাজীপুরের কালিয়াকৈরে মসজিদের বাৎসরিক ধান উঠানোকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষে আট জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষ কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ করে।

আহতরা হলেন বাহার উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন, শামসুল হকের ছেলে নাহিদ, শুকুরের ছেলে আলহাজ্ব উদ্দিন, কদ্দুসের ছেলে ফারুক, মৃত কামরুল ব্যাপারীর ছেলে হাজী জালাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে সৌরব হোসেন, হাজী জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান ও গিয়াস উদ্দিনের ছেলে সিয়াম হোসেন। 

এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। এ ঘটনায় উভয় পক্ষ সন্ধ্যায় কালিয়াকৈর থানায় পাল্টাপাল্টি পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে ওই মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, জুমার নামাজ শেষে মসজিদের ধান নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ওই পক্ষের লোকজন আমার বাসায় এসে অতর্কিত হামলা চালিয়ে বেদম মারপিট করে। 

তবে ওই মসজিদের সভাপতি মজিবুর রহমান ঠান্ডু জানান, আনিসুর রহমান বিগত বছরের ৫০ কেজি ধান দিতেন। কিন্তু  মসজিদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি হলে এবার ৫০ কেজি পরিবর্তে ১০  কেজি ধান দিতে স্বীকার করে। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল আরিফ জানান, এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here