‘উল্টা পথের বাহন দুর্ঘটনার কারণ, নিয়ম মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ট্র্যাফিক বক্সের সামনে সোমবার দুপুরে ট্র্যাফিক পুলিশের আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা ট্র্যাফিক পুলিশের (টি আই) অ্যাডমিন মো. শাহাবুদ্দিন, গাজীপুর জেলা ট্র্যাফিক পুলিশের (টি আই) নাছির উদ্দিন ভুঁইয়া, গাজীপুর জেলা ট্র্যাফিক পুলিশের (টি আই) মাসুদুর রহমান, গাজীপুর জেলা ট্র্যাফিক পুলিশের ( টি আই) মজিবুর রহমান, গাজীপুর জেলা ট্র্যাফিক পুলিশের (টি আই) শহিদুল আলম, গাজীপুর জেলা ট্র্যাফিক পুলিশের ( টি এস আই) রফিকুল ইসলাম , গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চন্দ্রা শাখার দপ্তর সম্পাদক আসলাম সিকদারসহ ট্র্যাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।