গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মাননা সম্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈরে প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড আ. ক. ম মোজাম্মেল হক এমপি, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাসরিন আরা পোষন, কালিয়াকৈর প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীমসহ প্রেস ক্লাবের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।